বৈচিত্র্যে ভরা বৈশাখ – শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ৫ম অধ্যায় সমাধান

শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ৫ম অধ্যায় সমাধান: কোনো বিষয় নিয়ে ছবি আঁকতে হলে সে বিষয় বা ঘটনা সম্পর্কে ভালোভাবে বুঝে নিয়ে ছবি আঁকতে হবে। যে বিষয়ে ছবি আঁকা হবে তা যথাসম্ভব সঠিক আকার- আকৃতিতে চিত্রে তুলে ধরতে হবে। তাতে যথাযথভাবে বিভিন্ন রঙ প্রয়োগ করে পূর্ণতা দিতে হবে। সর্বোপরি নামের সাথে সামঞ্জস্য বজায় রেখে বিষয়ভিত্তিক ছবি আঁকতে হবে। বিভিন্ন বিষয়ে ছবি হতে পারে, যেমন— মুক্তিযুদ্ধ, বিজয় দিবস, শহিদ দিবস, বাংলা নববর্ষ, বৈশাখী মেলা ইত্যাদি।


  শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ৫ম অধ্যায় সমাধান

পহেলা বৈশাখ

বাংলা সনের প্রথম মাসের প্রথম দিনটিকে বলা হয় পহেলা বৈশাখ। নববর্ষের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখে বাংলাদেশে ছোট-বড় অনেক মেলা আয়োজিত হয়। আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্য মেলা। এ মেলাকে বলা হয় বৈশাখী মেলা। সেই আদিকাল থেকে জনপ্রিয় যাত্রা, সামাজিক নাটক; বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানসহ পুতুলনাচ, নাগরদোলা বৈশাখী মেলার আকর্ষণ।

মুখরোচক অনেক খাবার যেমন— মুড়ি-মুড়কি, খালা-গজা, চিনির তৈরি হাতি, ঘোড়া, মাছ, পাখি আকৃতির নানা রকমের মিষ্টি মেলায় পাওয়া যায়। বৈসাবি, বিলু, বৈসু, সাংগ্রাইন প্রভৃতি উৎসবের মধ্য দিয়ে আমাদের দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষও বর্ষবরণ ও বর্ষবিদায় উদযাপন করে।

বৈচিত্র্যে ভরা বৈশাখ

পাঠ মূল্যায়ন

প্রশ্ন-১. কোনটি বৈশাখী মেলার একটি বিশেষ আকর্ষণ?
উত্তর: নাগরদোলা।

প্রশ্ন-২. বৈসাবি, বিজু, বৈসু, সাংগ্রাইন প্রভৃতি উৎসবের মধ্য দিয়ে কারা বর্ষবিদায় ও বর্ষবরণ উদযাপন করে থাকে?
উত্তর: আমাদের দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ।

প্রশ্ন-৩. বৈশাখী মেলাকে ঘিরে কীসের আসর বসে?
উত্তর: আ্যলিক ও লোক গানের আসর, যাত্রাপালা, পুতুলনাচ ইত্যাদি।

আলপনা

আলপনা এক ধরনের লোকশিল্প, যা আমাদের বাঙালি সংস্কৃতি জুড়ে আছে। আমাদের দেশে দীর্ঘদিন ধরে চালের গুড়াকে পানির সাথে মিশিয়ে আলপনা আঁকা হয়। বর্তমানে যদিও বিভিন্ন ধরনের রঙ ব্যবহার করে আলপনা আঁকা হয়। ফুল, লতা, পাতা, মাছ, পাখি ইত্যাদি হলো আলপনার মূল বিষয়বস্তু। আলপনা ঐতিহ্যবাহী লোকশিল্প হলেও এটি বর্তমানে আমাদের জাতীয় সংস্কৃতির অংশ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস থেকে বর্ষবরণ অনুষ্ঠানের সর্বত্রই লক্ষ করা যায় আলপনার বহুল ব্যবহার।

 

শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ৫ম অধ্যায় সমাধান

পাঠ মূল্যায়ন

প্রশ্ন-১. আলপনার মূল বিষয়বস্তু কী?
উত্তর: বিভিন্ন রকমের ফুল, লতা, পাতা, মাছ, পাখি ইত্যাদি।

প্রশ্ন-২. কোনটি আমাদের জাতীয় সংস্কৃতির অপরিহার্য অংশ হয়ে উঠেছে?
উত্তর: আলপনা।

প্রশ্ন-৩. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস থেকে বর্ষবরণ অনুষ্ঠানের সর্বত্রই কোনটির বহুল ব্যবহার লক্ষ করা যায়?
ঊত্তর: আলপনার।

প্রশ্ন-৪. আমাদের দেশে দীর্ঘদিন ধরে আলপনা আঁকার জন্য উপাদান প্রচলিত রয়েছে?
উত্তর: চালের গুঁড়া ও পানি।

পুতুলনাচ

পুতুলনাচ লোকনাট্যের একটি প্রাচীন মাধ্যম যেখানে পুতুলের মাধ্যমে কাহিনী বলা হয়। বিভিন্ন ধরনের পুতুল বানিয়ে সেগুলোকে বিভিন্ন নাচের ভঙ্গিতে নাচানোর মধ্য দিয়ে দর্শকের সামনে কোনো একটি বিষয় উপস্থাপন করানোকে পুতুলনাচ বলে।

কাপড়, ধাতু, ঘাস, শোলা, কাগজ, পাথর, মাটি, কাঠসহ বিচিত্র জিনিস দিয়ে তৈরি করা হয় পুতুলগুলো। চরিত্র অনুযায়ী রঙ-বেরঙের সাজে তৈরি করে তাকে হাতের সাহায্যে নাচানো হয়, সেই সাথে পুতুল নাচের শিল্পীরা বিভিন্ন রকমের গলার স্বর করে পুতুলগুলোর চরিত্রগুলোকে প্রাণবন্ত করে তোলেন । আবার কখনো কখনো মানুষ নিজে পুতুল ‘সেজে নাচ করে।

 

শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ৫ম অধ্যায় সমাধান

পাঠ মূল্যায়ন

প্রশ্ন-১. পুতুলনাচ কী?
উত্তর: বিভিন্ন ধরনের পুতুল বানিয়ে, সেগুলোকে বিভিন্ন ভঙ্গিতে নাচানোর মধ্য দিয়ে দর্শকের সামনে কোনো একটি বিষয়কে উপস্থাপন করা।

প্রশ্ন-২. লোকনাট্যের একটি প্রাচীন মাধ্যমের নাম লেখো।
উত্তর: পুতুলনাচ।

রবীন্দ্রনাথ ঠাকুর

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালের ৭ই মে কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে কবি, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, সংগীতজ্ঞ, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক। মূলত কবি হিসেবে তাঁর প্রতিভা বিশ্বময় স্বীকৃত হলেও তাঁর পদচারণায় মুখরিত ছিল সাহিত্যের প্রতিটি অঙ্গন। রবীন্দ্রনাথের জীবনে আরেকটি অনন্য সৃষ্টিশীল দিক হলো তাঁর আঁকা চিত্রমালা।

রবীন্দ্রনাথের ভাবের জগৎ ছিল তাঁর সাহিত্য, রূপের জগৎ ছিল তাঁর ছবি আঁকা। ১৯১৩ সালে তিনি ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান। রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৫ সালে জোড়াসাঁকোতে প্রতিষ্ঠা করেছিলেন ‘বিচিত্রা স্টুডিও’। কবি তাঁর স্বপ্নকে বাস্তব রূপ দিতে ১৯১৯ সালের ৩রা জুলাই শান্তিনিকেতনে প্রতিষ্ঠা করেন ‘কলাডবন’। প্যারিসসহ ইউরোপ, আমেরিকার ১২টি শহরে রবীন্দ্রনাথের চিত্র প্রদর্শিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর ১৯৪১ সালের ৭ই আগস্ট জোড়াসাঁকোতে মৃত্যুবরণ করেন।

 

শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ৫ম অধ্যায় সমাধান
পাঠ মূল্যায়ন

প্রশ্ন-১. কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর ‘বিচিত্রা-স্টুডিও’ প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর: ১৯১৫ সালে।

প্রশ্ন-২. রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে কলাভবন প্রতিষ্ঠা করেন কখন?
উত্তর: ১৯১৯ সালের ৩রা জুলাই।

প্রশ্ন-৩. রবীন্দ্রনাথের অন্যতম অনন্য সৃষ্টি কোনটি?
উত্তর: চিত্রমালা।

প্রশ্ন-৪. কোনটি রবীন্দ্রনাথের রূপের জগৎ?
উত্তর: ছবি আঁকার জগৎ।

প্রশ্ন-৫. রবীন্দ্রনাথের চিত্রকলা প্যারিসসহ ইউরোপ এবং আমেরিকার কতটি শহরে প্রদর্শিত হয়েছিল?
উত্তর: ১২টি শহরে।


শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ৫ম অধ্যায় সমাধান

কাজ-৩: মঞ্চ ও স্থান সজ্জার জন্য আলপনা এবং নকশা করো।

কাজের উদ্দেশ্য: নকশা ব্যবহার করে নিজের মনমতো আলপনা তৈরি করতে পারা।
কাজের ধরন: দলীয়।
প্রয়োজনীয় উপকরণ: আলপনা করার জন্য বিভিন্ন কালারের রঙ, রঙ মেশানোর জন্য পাত্র, ব্রাশ, রঙতুলি, চক ইত্যাদি।

নমুনা সমাধান:
ধাপ-১: বিদ্যালয়ে মঞ্চ ও স্থান আলপনা করার সময় মঞ্চে একরকম ও অন্যান্য স্থানে আরেক রকম আলপনা করবো।
ধাপ-২: প্রথমে মধ্যে চক দিয়ে বিভিন্ন আকৃতির ডিজাইন করবো। ফুলও আঁকতে পারি। নিজের ইচ্ছামতো আকার-আকৃতি দিব।
ধাপ-৩: এবার ডিজাইন করা আকৃতিগুলোর উপর সাদা রঙ দিয়ে আলপনা করা শুরু করব। আলপনাগুলোর সৌন্দর্য বাড়ানোর জন্য বিভিন্ন রঙ ব্যবহার করব।

কাজ-৪: শ্রেণিকক্ষে মেলা বা উৎসব আয়োজন করা।

কাজের উদ্দেশ্য: আলপনা-ও নকশা ব্যবহার করে নববর্ষ উদযাপন করা।
কাজের ধরন: দলীয়।

নমুনা সমাধান: আমরা বর্ষবিদায় ও বর্ষবরণ উপলক্ষ্যে শ্রেণিকক্ষে উৎসবের আয়োজন করতে পারি। উৎসবের নাম দেবো বৈশাখের আনন্দ’। পহেলা বৈশাখ উপলক্ষ্যে আমাদের চায় কী কী আয়োজন হয়ে থাকে সেগুলো লক্ষ করে আমরা উৎসবের আয়োজন করব। শ্রেণিকক্ষে আমরা লোকশিল্পের যে কাজ আছে সেগুলো দিয়ে সাজাব। যেমন- ডালা, কুলা, চালনি, কাগজের তৈরি বিভিন্ন নকশা। শ্রেণিকক্ষে সৌন্দর্যের জন্য আলপনা করব।

আলপনা করার সময় আমরা বইতে যে নকশশ্মগুলো দেখেছি সেগুলো আঁকতে পারি। সহপাঠীরা কয়েকটি দলে ভাগ হয়ে যাবো। একদল শ্রেণিকক্ষে সাজসজ্জার জন্য কাগজ কেটে ঝালর বানাবে এবং বিভিন্ন নকশা বা আকৃতি তৈরি করবে। আরেকদল আলপনা করবে। আমরা মঞ্জু বানানোর সময় বিভিন্ন প্রাকৃতিক উপাদান গাছ, লতা, পাতা ইত্যাদি ব্যবহার করব। মঞ্চের পিছনে গ্রামীণ পরিবেশ ফুটিয়ে তুলব।

সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করব। সেখানে আমরা ঐতিহ্যবাহী পুতুলনাচের আয়োজন করব। কাগজ বা কাপড় দিয়ে পুতুলের আকৃতি বানিয়ে অথবা নিজেরা সেজে পুতুলনাচ প্রদর্শন করতে পারি। উৎসবের শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করব। যা যা আয়োজন করা হয়েছে সব বিষয়ের ওপর ভিত্তি করে পুরস্কার প্রদান করবো। এভাবে আমরা বৈশাখের একটি উৎসবের আয়োজন করতে পারি।

কাজ-৫: রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্ম সম্পর্কে জানা।

কাজের উদ্দেশ্য: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাজ সম্পর্কে বিস্তারিত জানতে পারা।
কাজের ধরন: একক।

নমুনা সমাধান: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ৭ই মে ১৮৬১ সালে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাঁকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্ম তাঁর রচিত কাব্য, উপন্যাস, ছোটগল্প, নাট্যসাহিত্য, প্রবন্ধ, চিত্রকলা ও সংগীতের মধ্যে ছড়িয়ে আছে।

রবীন্দ্রনাথের কাব্য বহুবর্ণময়। তাঁর রচিত কয়েকটি উল্লেখযোগ্য কাব্য হলো— সোনার তরী, চিত্রা, চৈতালি, গীতাঞ্জলি, বলাকা, পূরবী ইত্যাদি। রবীন্দ্রনাথ ঠাকুর অনেক ছোটগল্প রচনা করেন। যেমন— বামা, রাজপথের কথা, দেনা- পাওনা, পোস্টমাস্টার ইত্যাদি। সংগীতে রয়েছে রবীন্দ্রনাথের অতুলনীয় অবদান। ‘রবীন্দ্রসংগীত’ নামে পরিচিত রবীন্দ্রনাথের গান বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ। যাট বছর বয়সে রবীন্দ্রনাথ ছবি আঁকা শুরু করেন। চিত্রকলায় কোনো প্রথাগত বা আনুষ্ঠানিক প্রশিক্ষণ না থাকলেও তাঁর আঁকা ছবি চিত্রবোদ্ধাদের অকুণ্ঠ প্রশংসা কুড়িয়েছে।

কাজ-৬: বৈচিত্র্যে ভরা বৈশাখ’ পাঠে যা যা শিখেছে তা সম্পর্কে লেখা।

কাজের উদ্দেশ্য: বৈচিত্র্যে ভরা বৈশাখ’ পাঠ থেকে অর্জিত অভিজ্ঞতা সম্পর্কে লেখা।
কাজের ধরন: একর।

নমুনা সমাধান: বৈচিত্র্যে ভরা বৈশাখ পাঠে যা যা শিখেছি:

  • বর্ষবরণ উপলক্ষ্যে আমরা কী কী আয়োজন করতে পারি সেই সম্পর্কে জেনেছি।
  • ক্ষুদ্র নৃগোষ্ঠীর বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান সম্পর্কে জেনেছি।
  • আলপনা ও নকশা করা শিখেছি।
  • লোকশিল্পের ঐতিহ্যবাহী পুতুলনাচ শিখেছি।
  • কাগজ কেটে ঝালর বানানো শিখেছি।
  • বর্ষবরণ উপলক্ষ্যে নাচ, গান, আবৃত্তি চর্চা করেছি।
  • বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জেনেছি।

 

আরও দেখুন:মানুষ কবিতার মূলভাব ও ব্যাখ্যা
আরও দেখুন:সেইদিন এই মাঠ কবিতার ব্যাখ্যা
আরও দেখুন:কপোতাক্ষনদ কবিতার ব্যাখ্যা
আরও দেখুন:সমাসের সহজ ব্যাখ্যা

আরও দেখুন: আনন্দধারা প্রশ্নোত্তর – ৬ষ্ঠ শ্রেণির শিল্প ও সংস্কৃতি ১ম অধ্যায়
আরও দেখুন: শীত-প্রকৃতির রূপ সমাধান – ৬ষ্ঠ শ্রেণির শিল্প ও সংস্কৃতি ২য় অধ্যায়
আরও দেখুন: পলাশের রঙে রঙিন ভাষা সমাধান – ৬ষ্ঠ শ্রেণির শিল্প ও সংস্কৃতি ৩য় অধ্যায়
আরও দেখুন: স্বাধীনতা তুমি সমাধান – ৬ষ্ঠ শ্রেণির শিল্প ও সংস্কৃতি ৪র্থ অধ্যায়
আরও দেখুন: নব আনন্দে জাগো সমাধান – ৬ষ্ঠ শ্রেণির শিল্প ও সংস্কৃতি ৫ম অধ্যায়
আরও দেখুন: আত্মার আত্মীয় সমাধান – ৬ষ্ঠ শ্রেণির শিল্প ও সংস্কৃতি ৬ষ্ঠ অধ্যায়
আরও দেখুন: বৃষ্টি ধারায় বর্ষা আসে সমাধান – ৬ষ্ঠ শ্রেণির শিল্প ও সংস্কৃতি ৭ম অধ্যায়
আরও দেখুন: টুঙ্গিপাড়ার সেই ছেলেটি সমাধান – ৬ষ্ঠ শ্রেণির শিল্প ও সংস্কৃতি ৮ম অধ্যায়
আরও দেখুন: শরৎ আসে মেঘের ভেলায় সমাধান – ৬ষ্ঠ শ্রেণির শিল্প ও সংস্কৃতি ৯ম অধ্যায়
আরও দেখুন: হেমন্ত রাঙা সোনা রঙে সমাধান – ৬ষ্ঠ শ্রেণির শিল্প ও সংস্কৃতি ১০ম অধ্যায়

আরও দেখুন: বিশ্বজোড়া পাঠশালা – শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ১ম অধ্যায় সমাধান
আরও দেখুন: নকশা খুঁজি নকশা বুঝি – শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ২য় অধ্যায় সমাধান
আরও দেখুন: মায়ের মুখের মধুর ভাষা – শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ৩য় অধ্যায় সমাধান
আরও দেখুন: স্বাধীনতা আমার – শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ৪র্থ অধ্যায় সমাধান
আরও দেখুন: বৈচিত্র্যে ভরা বৈশাখ – শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ৫ম অধ্যায় সমাধান
আরও দেখুন: কাজের মাঝে শিল্প খুঁজি – শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ৬ষ্ঠ অধ্যায় সমাধান
আরও দেখুন: প্রাণ প্রকৃতি – শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ৭ম অধ্যায় সমাধান
আরও দেখুন: প্রাণের গান – শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ৮ম অধ্যায় সমাধান
আরও দেখুন: চিত্রলেখা – শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ৯ম অধ্যায় সমাধান
আরও দেখুন: শরৎ উৎসব – শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ১০ম অধ্যায় সমাধান
আরও দেখুন: সোনা রোদের হাসি – শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ১১ অধ্যায় সমাধান


আশাকরি “শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ৫ম অধ্যায় সমাধান” আর্টিকেল টি তোমাদের ভালো লেগেছে। ফেসবুক ও ইউটিউবে আমরা লাইভ ক্লাস ও নান সাজেশন শেয়ার করি। আমাদের কোন আপডেট মিস না করতে ফলো করতে পারেন আমাদের ফেসবুকপেইজলিংকডিন এবং সাবক্রাইব করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top