সোনা রোদের হাসি – শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ১১ অধ্যায় সমাধান

শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ১১ অধ্যায় সমাধান: হেমন্ত ঋতু শীতের পূর্বাভাস হলেও আমাদের কৃষকদের কাছে এ ঋতুর বেশি গুরুত্ব ফসল ঘরে তোলার মৌসুম হিসেবে। সেজন্য অগ্রহায়ণ মাস ধান কাটার মৌসুম হলেও কার্তিকের শুরু থেকেই গ্রামের মাঠে মাঠে ধান কাটার দৃশ্য চোখে পড়ে। বাড়িতে নতুন চাল থাকে বলে চালের গুঁড়া দিয়ে তৈরি হয় নানান পিঠা-পুলি। শুরু হয়ে যায় নবান্ন উৎসব। নবান্ন মানেই তাই পিঠা-পুলির উৎসব।

 

শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ১১ অধ্যায় সমাধান


  শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ১১ অধ্যায় সমাধান

নবান্ন উৎসব

গ্রামীণ জনপদে বিভিন্ন ঋতুতে সব মানুষের অংশগ্রহণে উদযাপিত উৎসব হলো ‘লোকউৎসব’। কৃষিনির্ভর এই দেশের একটি লোকউৎসর হলো নবান্ন উৎসব। ‘নবান্ন’ শব্দের অর্থ হলো নতুন অন্ন। গ্রামে হেমন্তকালে চলে নতুন আমন ধান কাটা ও মাড়াইয়ের ধুম। নতুন আমন গুড়া থেকে নানা রকম পিঠা-পুলি, পায়েস তৈরি করে পাড়া-প্রতিবেশীদের নিয়ে খাওয়ার আনন্দে মেতে ওঠে সবাই। নবান্ন উপলক্ষ্যে অনেক গ্রামে মেলারও আয়োজন করা হয়। এছাড়া পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে বসে পালাগান ও জারি গানের আসর।

 

           সোনা রোদের হাসি

পাঠ মূল্যায়ন

প্রশ্ন-১. লোকউৎসব কী?
উত্তর: কৃষিভিত্তিক গ্রামীণ জনপদে বিভিন্ন ঋতুতে সব মানুষের অংশগ্রহণে উদযাপিত উৎসব।

প্রশ্ন-২ নবান্ন উৎসব মূলত কোন ধরনের উৎসব?
উত্তর: লোকউৎসব।

প্রশ্ন-৩. ‘নবান্ন’ শব্দের অর্থ কী?
উত্তর: নতুন অল্প।

প্রশ্ন-৪. কখন নবান্ন উৎসবের আয়োজন করা হয়?
উত্তর: হেমন্তকালে।

প্রশ্ন-৫. নবার উপলক্ষ্যে অনেক গ্রামে কীসের আয়োজন হয়?
উত্তর: মেলার।

প্রশ্ন-৬. নবার উপলক্ষ্যে গ্রামে কীসের আসর বসে?
উত্তর: পালাগান ও জারি গান।

মমতাজউদ্দিন আহমেদ

মমতাজউদ্দিন আহমেদ ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশি নাট্যকার, অভিনেতা ও ভাষাসৈনিক। তিনি জগন্নাথ কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা ও সঙ্গীত বিভাগের খণ্ডকালীন অধ্যাপক হিসেবে শিক্ষকতা করেছেন। তিনি থিয়েটার পড়াতেন এবং গবেষণা করতেন। তার কালজয়ী নানা সৃষ্টি দিয়ে আমাদের নাট্যমণ্যকে সমৃদ্ধ করে গেছেন।

মমতাজউদ্দিন আহমেদ তার ব্যাঙ্গাত্মক নাটক এবং সামাজিক ও রাজনৈতিক অসঙ্গতি উন্মোচনকারী লেখার জন্য বেশি পরিচিত। মঞ্চ, রেডিও এবং টেলিভিশনের জন্য প্রায় ৪০টি নাটক তিনি রচনা করেছেন। তার জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে— হৃদয়ঘটিত ব্যাপার স্যাপার, সাত ঘাটের কানাকড়ি, কি চাহো শঙ্খচিল, বকুলপুরের স্বাধীনতা প্রভৃতি।

 

শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ১১ অধ্যায় সমাধান পাঠ মূল্যায়ন

প্রশ্ন-১. মমতাজউদ্দিন আহমেদ কে ছিলেন?
উত্তর: প্রখ্যাত বাংলাদেশি নাট্যকার, অভিনেতা ও ভাষাসৈনিক।

প্রশ্ন-২. মমতাজউদ্দিন আহমেদ কোথায় শিক্ষকতা করেছেন?
উত্তর: চট্টগ্রাম কলেজ, জগন্নাথ কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

প্রশ্ন-৩. মমতাজউদ্দিন আহমেদ একাধিকবার কারাবরণ করেন কেন?
উত্তর: রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে।

প্রশ্ন-৪. মমতালউদ্দিন আহমেদ মঞ্চ, রেডিও এবং টেলিভিশনের জন্য কতটি নাটক লিখেছেন?
উত্তর: প্রায় ৪০টি নাটক।

প্রশ্ন-৫. হৃদয়ঘটিত ব্যাপার স্যাপার, সাত ঘাটের কানাকড়ি, কি চাষে শঙ্খচিল, বকুলপুরের স্বাধীনতা কার লেখা?
উত্তর: মমতাজউদ্দিন আহমেদ।


শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ১১ অধ্যায় সমাধান

শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ১১ অধ্যায় সমাধান কাজ-১: নবান্ন উৎসব উদযাপন উপলক্ষ্যে একটি পরিকল্পনা তৈরি করা এবং বন্ধুখাতায় লিখে রাখা।

কাজের উদ্দেশ্য: নবান্ন উৎসবের বিভিন্ন স্থানীয় উপাদানকে নিজের মতো প্রকাশ করা। কৃষকদের ভূমিকা, তাদের জীবন ও কাজ সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করা।
কাজের ধরন: দলীয়।

কাজের নির্দেশনা: নবান্ন উৎসব উদযাপনের জন্য আমরা আমার দেশের মাটির গন্ধে’ নামে একটি উৎসবের আয়োজন করবো। উক্ত আয়োজনের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করে একটি পরিকল্পনা করতে পারি। পরিকল্পনাটি আমরা বন্ধুখাতায় লিখে রাখবো।

নমুনা সমাধান:
ধাপ-১: শ্রেণিকক্ষে বেঞ্চ দিয়ে মঞ্চ তৈরি করবো। মণ্ডটাকে আমরা গ্রামীণ পরিবেশের মতো করে সাজাবো।
ধাপ-২: এবার সবাই কয়েকটি দলে ভাগ হয়ে যাবো। প্রত্যেকটি দল আলাদাভাবে এলাকার কৃষকদের কাছ থেকে নবান্ন উৎসব উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের তথ্য সংগ্রহ করবো।

ধাপ-৩: সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে কৃষকদের নিয়ে গান, কবিতা, নাটক পরিবেশনের জন্য অনুশীলন করবো। যেসব বন্ধুরা ছবি আঁকতে ভালোবাসে তারা নবান্ন উৎসব নিয়ে ছবি আঁকবে। উৎসবে এসব আঁকা ছবিগুলো প্রদর্শনীর আয়োজন করবো। এছাড়া নবান্ন নিয়ে লেখা গল্প, রচনাও উপস্থাপন করা হবে।

ধাপ-৪: উৎসবের দিন সব দলের সদস্যদের সহায়তায় নিজেদের মতো করে মুড়ি, চিড়া, নাড়ু, নানারকম পিঠাপুলি, মভামিঠাই ইত্যাদি তৈরি করবো । লোকশিল্প প্রদর্শনীর জন্য বিভিন্ন খেলনা, পুতুল, মাটির তৈরি আসবাবপত্র, বাঁশ ও বেতের তৈরি জিনিস তৈরি করবো।

ধাপ-৫: উৎসবের শেষ পর্যায়ে পুরস্কার বিতরণীর আয়োজন করবো। শুরু থেকে শেষ পর্যন্ত যেসব বিষয়ে অংশগ্রহণমূলক উপস্থাপন হবে সেগুলোতে পুরস্কার প্রদান করব। উপরের ধাপগুলো অনুসরণ করে আমরা ‘আমার দেশের মাটির গন্ধে’ উৎসবটি উদযাপন করতে পারি। এর মাধ্যমে আমাদের দেশের কৃষকদের সম্মান জানাতে পারবো এবং কৃষিভিত্তিক সংস্কৃতি সম্পর্কে ধারণা লাভ করবো।

 

শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ১১ অধ্যায় সমাধান কাজ-২: নিজ এলাকায় নবান্ন উৎসব কীভাবে হয় বা কোনো বন্ধুর এলাকায় কীভাবে হয় তা জানা।

কাজের উদ্দেশ্য: নবান্ন উৎসব সম্পর্কে ধারণা লাভ করতে পারবো।
কাজের ধরন: একক।
নমুনা সমাধান:

আমার এলাকায় নবান্ন উৎসব উদযাপন

আমার এলাকায় নবান্ন উৎসব উপলক্ষ্যে মেলার আয়োজন করা হয়। মেলায় পাওয়া যায় নানা রকম মুখরোচক খাবার যেমন- মুড়ি, চিড়া, নাতু, মণ্ডামিঠাই, মিষ্টি, পিঠা-পুলি, পায়েস ইত্যাদি। এছাড়াও খেলনা, পুতুল, মাটির জিনিস, কাঠের ও বেতের তৈরি নানা পণ্য পাওয়া যায়। মেলার মূল আকর্ষণীয় বিষয় হলো নাগরদোলা, বায়োস্কোপ এবং পাপেট শো-র আয়োজন। এগুলো ছাড়াও মেলায় নানারকম খেলার ব্যবস্থা করা হয়।

বন্ধুর এলাকায় নবান্ন উৎসব উদযাপন

আমার বন্ধুর এলাকায় নবান্ন উৎসব উদযাপনেও নানা রকম আয়োজন করা হয়। এ সময় নানারকম পিঠার আয়োজন করা হয়। সবার বাড়িতে নতুন চালের গুঁড়া দিয়ে পিঠাপুলি, পায়েস করা হয়। সবাই নিজেদের মধ্যে পিঠাগুলোকে ভাগাভাগি করে খায়, একজন অন্যজনের বাসায় পিঠা পাঠায়। এছাড়া পাড়ার মাঠে নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। যেমন- নাচগান, আবৃত্তি, নাটক ইত্যাদি।

নবান্ন উৎসব পালনের জন্য একটি অনুষ্ঠান সাজানো—
১. ক্লাসে একটি মেলার আয়োজন করতে পারি।
২. সবাই নিজেদের বানানো শিল্পকর্ম, পিঠা প্রদর্শন করতে পারি।

৩. মেলায় নানারকম খেলার ব্যবস্থা করতে পারি।
৪. ক্লাসের সবাই সবার বাসা থেকে পিঠা বানিয়ে আনতে পারি, তারপর ক্লাসে পিঠা প্রদর্শনীর আয়োজন করতে পারি।
৫. পিঠাগুলোকে সবাই ভাগাভাগি করে খেতে পারি।
৬. নবান্ন উৎসবের সাথে সম্পর্কিত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে পারি। যেমন: গান, নাচ, কবিতা ও নাটক।

শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ১১ অধ্যায় সমাধান কাজ-৩: নবান্নের গান, নাচ, কবিতা ও নাটক পরিবেশনের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা।

কাজের ধরন: দলীয়।
কাজের নির্দেশনা:
১. প্রথমে আমার সহপাঠিদের মধ্যে যারা নাচ, গান, কবিতা,
২. নাটকে অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের তালিকা তৈরি করি। নাটকে অংশগ্রহণ করতে যারা ইচ্ছুক তাদেরকে তাদের চরিত্রগুলো নির্ধারিত করে দিতে হবে।
৩. নবান্নের সাথে সম্পর্কিত গানের তালে নাচ পরিবেশন করা হবে।

কাজ-
শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ১১ অধ্যায় সমাধান কাজ-৪: শিল্পী মমতাজউদ্দিন আহমেদ সম্পর্কে আরও জানার চেষ্টা করো।

কাজের উদ্দেশ্য: শিল্পী মমতাজউদ্দিন আহমেদ এর কাজ সম্পর্কে জানতে পারা।
কাজের ধরন: একক

নমুনা সমাধান: মমতাজউদ্দিন আহমেদ একজন প্রখ্যাত বাংলাদেশি নাট্যকার, অভিনেতা ও ভাষা সৈনিক। তার জন্ম ১৮ই জানুয়ারি, ১৯৩৫ সালে। মনতাজউদ্দিন আহমেদ সাধারণ মানুষের জীবন নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন তার সৃষ্টিকর্মে। তার নাটকগুলো ব্যাপক সাড়া ফেলেছিল বাংলাদেশের মানুষের মনে। তিনি স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের নাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ। তার বিখ্যাত নাটক- নাট্যত্রয়ী, হৃদয় ঘটিত ব্যাপার স্যাপার, স্বাধীনতা আমার স্বাধীনতা, ক্ষত-বিক্ষত, সাত ঘাটের কানাকড়ি প্রভৃতি।

শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ১১ অধ্যায় সমাধান কাজ-৫: নবান্ন সম্পর্কে আমার অনুভূতি।

কাজের উদ্দেশ্য: নবান্ন উৎসব সম্পর্কে নিজ অভিজ্ঞতা প্রকাশ করতে পারা।
কাজের ধরন: একক।

নমুনা সমাধান: নবান্ন উৎসব আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে মিশে আছে। এটি আমাদের প্রাণের উৎসব। নবান্ন সম্পর্কে বাবা-মা, দাদা-দাদির কাছে অনেক গল্প শুনেছি। নবান্ন উপলক্ষ্যে আমার এলাকায় বিভিন্ন উৎসবের আয়োজন করা হয়। আমাদের স্কুলেও নবান্ন উৎসব উপলক্ষ্যে আমার দেশের মাটির গন্ধে’ নামে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আমি ও আমার সহপাঠীরা মিলে সেখানে অংশগ্রহণ করেছি।

আনন্দের সাথে এই আয়োজন শেষ করেছি। অনুষ্ঠানে সবাই মিলে নানারকম পিঠা-পুলি খেয়েছি, গ্রাম বাংলার ঐতিহ্য সম্পর্কে জেনেছি, পুরস্কার পেয়েছি যা আমাকে উৎসাহ যুগিয়েছে। সর্বোপরি নবান্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের দেশের কৃষকদের সম্মান জানিয়েছি এবং কৃষিভিত্তিক সংস্কৃতিকে নিজের ভেতর ধারণ করেছি।


আরও দেখুন: বিশ্বজোড়া পাঠশালা – শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ১ম অধ্যায় সমাধান
আরও দেখুন: নকশা খুঁজি নকশা বুঝি – শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ২য় অধ্যায় সমাধান
আরও দেখুন: মায়ের মুখের মধুর ভাষা – শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ৩য় অধ্যায় সমাধান
আরও দেখুন: স্বাধীনতা আমার – শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ৪র্থ অধ্যায় সমাধান
আরও দেখুন: বৈচিত্র্যে ভরা বৈশাখ – শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ৫ম অধ্যায় সমাধান

আরও দেখুন: কাজের মাঝে শিল্প খুঁজি – শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ৬ষ্ঠ অধ্যায় সমাধান
আরও দেখুন: প্রাণ প্রকৃতি – শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ৭ম অধ্যায় সমাধান
আরও দেখুন: প্রাণের গান – শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ৮ম অধ্যায় সমাধান
আরও দেখুন: চিত্রলেখা – শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ৯ম অধ্যায় সমাধান
আরও দেখুন: শরৎ উৎসব – শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ১০ম অধ্যায় সমাধান

আরও দেখুন:মানুষ কবিতার মূলভাব ও ব্যাখ্যা

আরও দেখুন:সেইদিন এই মাঠ কবিতার ব্যাখ্যা

আরও দেখুন:কপোতাক্ষনদ কবিতার ব্যাখ্যা

আরও দেখুন:সমাসের সহজ ব্যাখ্যা

আরও দেখুন: আনন্দধারা প্রশ্নোত্তর – ৬ষ্ঠ শ্রেণির শিল্প ও সংস্কৃতি ১ম অধ্যায়
আরও দেখুন: শীত-প্রকৃতির রূপ সমাধান – ৬ষ্ঠ শ্রেণির শিল্প ও সংস্কৃতি ২য় অধ্যায়
আরও দেখুন: পলাশের রঙে রঙিন ভাষা সমাধান – ৬ষ্ঠ শ্রেণির শিল্প ও সংস্কৃতি ৩য় অধ্যায়
আরও দেখুন: স্বাধীনতা তুমি সমাধান – ৬ষ্ঠ শ্রেণির শিল্প ও সংস্কৃতি ৪র্থ অধ্যায়
আরও দেখুন: নব আনন্দে জাগো সমাধান – ৬ষ্ঠ শ্রেণির শিল্প ও সংস্কৃতি ৫ম অধ্যায়

আরও দেখুন: আত্মার আত্মীয় সমাধান – ৬ষ্ঠ শ্রেণির শিল্প ও সংস্কৃতি ৬ষ্ঠ অধ্যায়
আরও দেখুন: বৃষ্টি ধারায় বর্ষা আসে সমাধান – ৬ষ্ঠ শ্রেণির শিল্প ও সংস্কৃতি ৭ম অধ্যায়
আরও দেখুন: টুঙ্গিপাড়ার সেই ছেলেটি সমাধান – ৬ষ্ঠ শ্রেণির শিল্প ও সংস্কৃতি ৮ম অধ্যায়
আরও দেখুন: শরৎ আসে মেঘের ভেলায় সমাধান – ৬ষ্ঠ শ্রেণির শিল্প ও সংস্কৃতি ৯ম অধ্যায়
আরও দেখুন: হেমন্ত রাঙা সোনা রঙে সমাধান – ৬ষ্ঠ শ্রেণির শিল্প ও সংস্কৃতি ১০ম অধ্যায়


আশাকরি “শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ১১ অধ্যায় সমাধান” আর্টিকেলটি তোমাদের ভালো লেগেছে। ফেসবুক ও ইউটিউবে আমরা লাইভ ক্লাস ও নান সাজেশন শেয়ার করি। আমাদের কোন আপডেট মিস না করতে ফলো করতে পারেন আমাদের ফেবুক এবং পেইজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top