সেইদিন এই মাঠ কবিতার ব্যাখ্যা[SSC]

সেইদিন এই মাঠ কবিতার ব্যাখ্যা
   সেইদিন এই মাঠ
       -জীবনানন্দ দাশ
কবি পরিচিতি: রবীন্দ্রোত্তর আধুনিক বাংলা সাহিত্যে সবচেয়ে স্বাতন্ত্র্যমণ্ডিত, আপাদমস্তক নিজস্বতা চিহ্নিত এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ কবি-ব্যক্তিত্ব জীবনানন্দ দাশ। তাঁর জন্ম ১৮৯৯সালে বরিশাল শহরে। তাঁর বাবা সত্যানন্দ এবং মা কুসুমকুমারী দাশ। জীবনানন্দের মাতাও একজন কবি। বাংলার প্রকৃতির সঙ্গে জীবনানন্দ দাশের রয়েছে অন্তরঙ্গ সম্পর্ক। তাইতো তাঁকে বলা হয় রূপসী বাংলার কবি। জীবনানন্দ দাশ সম্পর্কে বুদ্ধদেব বসু বলেছন,”জীবনানন্দ দাশ নির্জনতার কবি”। তাঁর অনবদ্য সৃষ্টি: ঝরাপালক(১৯২৭), ধূসর পাণ্ডুলিপি(১৯৩৬), বনলতাসেন(১৯৪২), মহাপৃথিবী(১৯৪৫), সাতটি তারার তিমির(১৯৪৮)। রূপসী বাংলা প্রকাশিত হয় জীবনানন্দ দাশের মৃত্যুর কয়েক বছর পর ১৯৫৭সালে। ১৯৫৪সালে কলকাতায় ট্রাম-দুর্ঘটনায় জীবনানন্দ দাশের জীবনাবসান ঘটে।(আরও দেখুন)
সেইদিন এই মাঠ কবিতার ব্যাখ্যা
সেইদিন এই মাঠ কবিতার ব্যাখ্যা
সেইদিন এই মাঠ কবিতার ব্যাখ্যা:
 সেইদিন এই মাঠ স্তব্ধ হবে নাক জানি এই নদী-নক্ষত্রের তলে,
 সেদিনো দেখিবে স্বপ্ন
 সোনার স্বপ্নের’সাধ পৃথিবীতে কবে’আর ঝরে!
 আমি চলে যাব বলে
 চালতাফুল কি আর ভিজিবে না শিশিরের জলে,
 নরম গন্ধের ঢেউয়ে?

 

ব্যাখ্যা: মানুষ মরণশীল; চিরদিনের মতো স্থীর থাকে না জীবন নীর। পৃথিবীর এই বিবর্তনের মাঝেও প্রকৃতি তার রূপসৌন্দর্য কখনোই হারাবে না। কবির মৃত্যুর পরেও সবকিছু আগের মতোই থাকবে। মানুষ প্রকৃতির ঐশ্বর্য ও রূপ-লাবণ্য নিয়ে তৃপ্ত থাকিবে; চালতা ফুল পূর্বের মতোই শিশিরের জলে ভিজিবে। মানুষের জন্ম-মৃত্যুতেও বাংলার আবহমান রূপ-ঐশ্বর্য অনন্তকাল অব্দিই থাকিবে।

 লক্ষ্মীপেঁচা গান গাবে না কি তার লক্ষ্ণীটির তরে?
 সোনার স্বপ্নের সাধ, পৃথিবীতে কবে আর ঝরে’।
ব্যাখ্যা: হাজারো মৃত্যুর মিছিলেও লক্ষ্মীপেঁচা তার মঙ্গল বার্তা বয়ে বেড়াবে। মানুষের স্বপ্নের শেষ নেই—নদীর জলের মতো স্বপ্নও প্রবাহমান। কবি জীবনানন্দ দাশ বোঝাতে চেয়েছেন যে, মৃত্যুতে সবকিছুর যবনিকা নয়।
 চারিদিকে শান্তবাতি-ভিজে গন্ধ-মৃদু কলরব;
 খেয়ানৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে;
 পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল;
ব্যাখ্যা: প্রকৃতি তার নিয়মেই চলবে। কারো চলে যাওয়া নিয়ে তার বহমানতা থেমে যাবে না। চারিদিকের কর্মকাণ্ডগুলো ঠিক আগের মতোই শান্ত থাকবে। পাখির কলরব-কোলাহল থাকবে। খেয়ানৌকা চরের খুব কাছে চলে আসবে।
 এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে।
ব্যাখ্যা: এশিরিয়া ও বেবিলনীয় সভ্যতা বিলুপ্ত হয়ে গেছে; কিন্তু প্রকৃতির সজীবতা এখনো বয়ে চলছে।
**প্রাকৃতিক সৌন্দর্যের অনুপুঙ্খ দর্শন জীবনানন্দের কবিতায় দেখতে পায়। সেইদিন এই মাঠ কবিতায় স্বদেশপ্রেমানূভূতি আর প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে মৃত্যুচেতনা মিশে গেছে।(আরও দেখুন)

 


আরও দেখুন:সমাসের সহজ ব্যাখ্যা

আরও দেখুন:মানুষ কবিতার মূলভাব ও ব্যাখ্যা

আরও দেখুন:কপোতাক্ষনদ কবিতার ব্যাখ্যা

আরও দেখুন: আনন্দধারা প্রশ্নোত্তর – ৬ষ্ঠ শ্রেণির শিল্প ও সংস্কৃতি ১ম অধ্যায়
আরও দেখুন: শীত-প্রকৃতির রূপ সমাধান – ৬ষ্ঠ শ্রেণির শিল্প ও সংস্কৃতি ২য় অধ্যায়
আরও দেখুন: পলাশের রঙে রঙিন ভাষা সমাধান – ৬ষ্ঠ শ্রেণির শিল্প ও সংস্কৃতি ৩য় অধ্যায়
আরও দেখুন: স্বাধীনতা তুমি সমাধান – ৬ষ্ঠ শ্রেণির শিল্প ও সংস্কৃতি ৪র্থ অধ্যায়
আরও দেখুন: নব আনন্দে জাগো সমাধান – ৬ষ্ঠ শ্রেণির শিল্প ও সংস্কৃতি ৫ম অধ্যায়

আরও দেখুন: আত্মার আত্মীয় সমাধান – ৬ষ্ঠ শ্রেণির শিল্প ও সংস্কৃতি ৬ষ্ঠ অধ্যায়
আরও দেখুন: বৃষ্টি ধারায় বর্ষা আসে সমাধান – ৬ষ্ঠ শ্রেণির শিল্প ও সংস্কৃতি ৭ম অধ্যায়
আরও দেখুন: টুঙ্গিপাড়ার সেই ছেলেটি সমাধান – ৬ষ্ঠ শ্রেণির শিল্প ও সংস্কৃতি ৮ম অধ্যায়
আরও দেখুন: শরৎ আসে মেঘের ভেলায় সমাধান – ৬ষ্ঠ শ্রেণির শিল্প ও সংস্কৃতি ৯ম অধ্যায়
আরও দেখুন: হেমন্ত রাঙা সোনা রঙে সমাধান – ৬ষ্ঠ শ্রেণির শিল্প ও সংস্কৃতি ১০ম অধ্যায়

আরও দেখুন: বিশ্বজোড়া পাঠশালা – শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ১ম অধ্যায় সমাধান
আরও দেখুন: নকশা খুঁজি নকশা বুঝি – শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ২য় অধ্যায় সমাধান
আরও দেখুন: মায়ের মুখের মধুর ভাষা – শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ৩য় অধ্যায় সমাধান
আরও দেখুন: স্বাধীনতা আমার – শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ৪র্থ অধ্যায় সমাধান
আরও দেখুন: বৈচিত্র্যে ভরা বৈশাখ – শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ৫ম অধ্যায় সমাধান

আরও দেখুন: কাজের মাঝে শিল্প খুঁজি – শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ৬ষ্ঠ অধ্যায় সমাধান
আরও দেখুন: প্রাণ প্রকৃতি – শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ৭ম অধ্যায় সমাধান
আরও দেখুন: প্রাণের গান – শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ৮ম অধ্যায় সমাধান
আরও দেখুন: চিত্রলেখা – শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ৯ম অধ্যায় সমাধান
আরও দেখুন: শরৎ উৎসব – শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ১০ম অধ্যায় সমাধান
আরও দেখুন: সোনা রোদের হাসি – শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ১১ অধ্যায় সমাধান

 

আশাকরি “সেইদিন এই মাঠ কবিতার ব্যাখ্যা[SSC] আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। আমাদের কোনো আপডেট মিস না করতে ফলো করতে পারেন আমাদের ফেসবুকপেইজলিংকডিন

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top