Present Tense Definition meaning & Example–English grammar

Present Tense Definition meaning & Example

             Tense

ক্রিয়া সম্পন্ন হওয়ার সময় বা কালকে tense বা ক্রিয়ার কাল বলে।

 

Tense -এর শ্রেণিবিভাগ:

ইংরেজিতে tense প্রধানত চার প্রকার। যথা:

1. present tense (বর্তমান কাল)

2. past tense (অতীত কাল)

3. future tense (ভবিষ্যৎ কাল)

Present Tense Definition-meaning & Example
Present Tense Definition meaning & Example

 

Present Tense Definition-meaning & Example

 

কোনো কাজ বর্তমানে সম্পন্ন হয়, হচ্ছে বা হয়েছে বোঝালে তাকে Present tense বলে।

যেমন-

I eat rice. আমি ভাত খাই।

He goes to school. সে বিদ্যালয়ে যায়।

Present indefinite tense -কে আবার চার ভাগে ভাগ করা যায়।

যথা:

 

1. Present Indefinite .

2. Present Continuous .

3. Present perfect .

4. Present Perfect Continuous .

 


 

  Present Indefinite 

বর্তমানে কোনো কাজ হয় বা হয়ে থাকে; চিরন্তন সত্য-অভ্যাসগত সত্য-সাধারণ সত্য বোঝলে Present Indefinite বলে।

Present Indefinite tense -এর গঠনপ্রণালী-

Subject +Verb present form +object.

I play football.

*Subject third person singular number হলে Verb এর সাথে ‍’s’/’ies’/’es’ যোগ হবে।

*যদি Subject third person singular number হয় এবং ভার্বের শেষে O, X, S, Ch, Sh থাকে, তবে Verb এর শেষে ‘es’ যুক্ত করতে হবে।

He goes to school. (আরও দেখুন)

*যদি Subject third person singular number হয় এবং ভার্বের শেষে y থাকে  এবং y -এর আগের অক্ষরটি যদি consonant হয়; তবে Verb এর শেষে ‘ies’ যুক্ত করতে হবে।

She cries.

 

Example:

 

I go to school. আমি স্কুলে যাই।

They play football. তারা ফুটবল খেলে।

He gets up early in the morning. সে ভোরে ঘুম থেকে ওঠে।

I eat rice. আমি ভাত খাই।

He reads a book. সে একটি বই পড়ে।

She writes a letter. সে একটি চিঠি লিখে।

 

 

 


 

   Present Continuous 

বর্তমানে কোনো কাজ হচ্ছে বা  চলছে বুঝালে তাকে  Present Continuous tense বলে।

Present Continuous tense -এর গঠনপ্রণালী-

Subject+ am/is/are+ (Verb+ ing)

*Subject ‘I’ হলে, সাহায্যকারী ক্রিয়া সর্বদা ‘am’ হবে।

*Subject third person singular number হলে, সাহায্যকারী ক্রিয়া সর্বদা ‘is’ হবে।

* অন্য সবক্ষেত্রে ‍’are’ বসবে।

 

Example:

 

I am reading a book. আমি একটি বই পড়ছি।

I am going to school. আমি স্কুলে যাচ্ছি।

He is eating rice. সে ভাত খাচ্ছে।

They are playing football. তারা ফুটবল খেলছে।

He is going to Dhaka. সে ঢাকা যাচ্ছে।

I am writing a letter. আমি একটি চিঠি লিখছি।

 


 

 

 Present Perfect tense

কোনো কাজ শেষ হয়েছে; কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান, তাকে Present Perfect tense বলে।

Present Perfect -এর গঠনপ্রণালী-

Subject+ have/has+ (Verb past participle)+ object.

*Subject third person singular number হলে, সাহায্যকারী ক্রিয়া সর্বদা ‘has’ হবে অন্যতায় have হবে।

 

Example:

 

I have done the work. আমি কাজটি করেছি।

He has done the work. সে কাজটি করেছে।

I have come just now. আমি এইমাত্র এসেছি।

I have read a book. আমি একটি বই পড়েছি।

She has gone to school. সে স্কুলে গেছে।

He has written a letter.  সে একটি চিঠি লিখেছে।

 


 

 Present Perfect Continuous

কোনো কাজ অতীত থেকে শুরু হয়ে বর্তমান পর্যন্ত চলছে বুঝালে Present Perfect Continuous tense বলে।

Present Perfect Continuous tense -এর গঠনপ্রণালী-

Subject+ have been/has been+ (verb+ ing)+ since/for+ object.

*Subject third person singular number হলে, সাহায্যকারী ক্রিয়া সর্বদা ‘has been’ হবে অন্যতায় ‘have been’ হবে।

*নির্দিষ্ট সময় উল্লেখ করা থাকলে for হবে অন্যতায় since বসবে।(আরও দেখুন)

 

Example:

 

It has been raining since morning. সকাল থেকে বৃষ্টি হচ্ছে।

She has been working for two hours. সে দুই ঘণ্টা ধরে কাজ করছে।

I have been going to school for an hour. আমি এক ঘণ্টা যাবৎ স্কুলে যাচ্ছি।

They have been playing football since morning. তারা সকাল থেকে ফুটবল খেলছে।

He has been reading a book since  morning. সে সকাল থেকে একটি বই পড়ছে।

He has been writing a letter for three hours. সে তিন ঘণ্টা ধরে একটি চিঠি লিখছে।


 

আশাকরি আর্টিকেলটি তোমাদের ভালো লেগেছে। ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেইজ ।


 

আরও দেখুন:মানুষ কবিতার মূলভাব ও ব্যাখ্যা

আরও দেখুন:সেইদিন এই মাঠ কবিতার ব্যাখ্যা

আরও দেখুন:কপোতাক্ষনদ কবিতার ব্যাখ্যা

আরও দেখুন:সমাসের সহজ ব্যাখ্যা

আরও দেখুন: আনন্দধারা প্রশ্নোত্তর – ৬ষ্ঠ শ্রেণির শিল্প ও সংস্কৃতি ১ম অধ্যায়
আরও দেখুন: শীত-প্রকৃতির রূপ সমাধান – ৬ষ্ঠ শ্রেণির শিল্প ও সংস্কৃতি ২য় অধ্যায়
আরও দেখুন: পলাশের রঙে রঙিন ভাষা সমাধান – ৬ষ্ঠ শ্রেণির শিল্প ও সংস্কৃতি ৩য় অধ্যায়
আরও দেখুন: স্বাধীনতা তুমি সমাধান – ৬ষ্ঠ শ্রেণির শিল্প ও সংস্কৃতি ৪র্থ অধ্যায়
আরও দেখুন: নব আনন্দে জাগো সমাধান – ৬ষ্ঠ শ্রেণির শিল্প ও সংস্কৃতি ৫ম অধ্যায়

আরও দেখুন: আত্মার আত্মীয় সমাধান – ৬ষ্ঠ শ্রেণির শিল্প ও সংস্কৃতি ৬ষ্ঠ অধ্যায়
আরও দেখুন: বৃষ্টি ধারায় বর্ষা আসে সমাধান – ৬ষ্ঠ শ্রেণির শিল্প ও সংস্কৃতি ৭ম অধ্যায়
আরও দেখুন: টুঙ্গিপাড়ার সেই ছেলেটি সমাধান – ৬ষ্ঠ শ্রেণির শিল্প ও সংস্কৃতি ৮ম অধ্যায়
আরও দেখুন: শরৎ আসে মেঘের ভেলায় সমাধান – ৬ষ্ঠ শ্রেণির শিল্প ও সংস্কৃতি ৯ম অধ্যায়
আরও দেখুন: হেমন্ত রাঙা সোনা রঙে সমাধান – ৬ষ্ঠ শ্রেণির শিল্প ও সংস্কৃতি ১০ম অধ্যায়

আরও দেখুন: বিশ্বজোড়া পাঠশালা – শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ১ম অধ্যায় সমাধান
আরও দেখুন: নকশা খুঁজি নকশা বুঝি – শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ২য় অধ্যায় সমাধান
আরও দেখুন: মায়ের মুখের মধুর ভাষা – শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ৩য় অধ্যায় সমাধান
আরও দেখুন: স্বাধীনতা আমার – শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ৪র্থ অধ্যায় সমাধান
আরও দেখুন: বৈচিত্র্যে ভরা বৈশাখ – শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ৫ম অধ্যায় সমাধান

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top