নকশা খুঁজি নকশা বুঝি – শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ২য় অধ্যায় সমাধান

শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ২য় অধ্যায় সমাধান: শিল্পাচার্য জয়নুল আবেদিন বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী ও সংগঠক। তিনি তরুণ বয়সেই ছবি আঁকায় সুনাম অর্জন করেন। তাঁর ছবিতে ফুটে ওঠে শাসকদের অবহেলা ও অমানবিকতার চিত্র। তাঁর উল্লেখযোগ্য চিত্রকর্ম হলো- দুর্ভিক্ষ, সংগ্রাম, মনপুরা- ৭০, গরুর গাড়ি, নবান্ন, সাঁওতাল রমণী প্রভৃতি । বাংলার মানুষ তাঁকে ভালোবেসে নাম দিয়েছে ‘শিল্পাচার্য’।


  শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ২য় অধ্যায় সমাধান

নকশা

বিভিন্ন ধরনের পার্বণ আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির শেকড়। বস্তুত বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির অনুপ্রেরণা আসে এখানকার সমাজে প্রচলিত বিভিন্ন পার্বণ এবং দৈনন্দিন জীবন থেকে। এজন্য আমরা দেখি, আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন রকমের নকশা। বিভিন্ন রেখাকে পাশাপাশি রেখে প্রাকৃতিক ও জ্যামিতিক আকার-আকৃতি দিয়ে সৃষ্ট শিল্পকর্মকে নকশা বলে।

কয়েকটি রেখাকে ব্যবহার করে একটি নকশা ফুটিয়ে তোলা যায়। পিঠা থেকে শুরু করে খাবারের থালায়ও খুঁজে পাওয়া যায় নকশা। এদেশের রান্নাঘরের পাটাপুতা (শিলনোড়া) থেকে গায়ে দেয়ার কাঁথায়ও নানা ধরনের নকশা খুঁজে পাওয়া যায়। সোজা, বাঁকা, মোটা, চিকন, খাড়া, শোয়ানো, কোনাকুনি নানা রকমের রেখা দিয়ে সৃষ্টি করা যায় অসাধারণ সব নকশা আর শিল্পকর্ম।

নকশা খুঁজি নকশা বুঝি

নকশি পিঠা

নকশি পিঠা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রচলিত এক ধরনের পিঠা, যাতে বিভিন্ন ধরনের নকশা আঁকা থাকে। নকশি পিঠাকে এক প্রকার লোকশিল্প বলা যায় । এই পিঠায় নানা ধরনের নকশা যেমন: ফুল, পাতা, মাছ, ফল ইত্যাদি আঁকা হয়। নকশার বৈশিষ্ট্য অনুযায়ী পিঠার বিভিন্ন নামও আছে যেমন: শঙ্খলতা, সজনে পাতা, কাজললতা, চিরল ইত্যাদি। নকশি পিঠাতে নকশা তৈরির জন্য ঘরের টুকিটাকি যেমন: চুলের কাঁটা বা খেজুর কাঁটা, সুঁচ, কাঠি, কাঁটাচামচ বা আনকোরা নতুন চিরুনি ইত্যাদি অতি পরিচিত জিনিস ব্যবহার করা হয়।

শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ২য় অধ্যায় সমাধান

পাঠ মূল্যায়ন

প্রশ্ন-১. কোনটি আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির শেকড়?
উত্তর: বিভিন্ন ধরনের পার্বণ।

প্রশ্ন-২. বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির অনুপ্রেরণা আসে কোথা থেকে?
উত্তর: এখানকার সমাজে প্রচলিত বিভিন্ন পার্বণ এবং দৈনন্দিন জীবন থেকে।

প্রশ্ন-৩. কোন জিনিসগুলো নকশা করার জন্য ব্যবহৃত হয়?
উত্তর: চুলের কাঁটা, খেজুর কাঁটা, সুঁচ, কাঠি ইত্যাদি।

প্রশ্ন-৪. নকশি পিঠার নকশায় কোন বিষয়গুলো ফুটে ওঠে?
উত্তর: ফল, ফুল, মাছ, গাছ, লতাপাতা ইত্যাদি বিষয়।

প্রশ্ন-৫. বিভিন্ন ধরনের রেখা বা আকার-আকৃতিকে একইরকম করে পুনরাবৃত্তিকভাবে (Repetitive) সাজানোর মধ্য দিয়ে কী তৈরি করা যায়?
উত্তর: নকশা।

রিক্সা শিল্প

বাংলাদেশের বহুল পরিচিত এবং ব্যবহৃত বাহন হলো রিক্সা। আমাদের দেশের রিক্সাগুলোর গায়ে আঁকা থাকে রঙ-বেরঙের চিত্রকর্ম। কখনও ফুটে ওঠে গ্রাম-বাংলার চিরায়ত ছবি। আবার কখনও তাতে দেখা যায় ময়ূর, বাঘ ইত্যাদির ছবি। রিক্সা শিল্প কেবল বাংলাদেশে নয়, এটি দেশের বাইরেও সমাদৃত শিল্পধারা। রিক্সা শিল্পে উজ্জ্বল রঙের ব্যবহার বেশি দেখা যায়।

 

শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ২য় অধ্যায় সমাধান

পাঠ মূল্যায়ন

প্রশ্ন-১. বাংলাদেশের কোন শিল্প একটি জনপ্রিয় শিল্পধারা হিসেবে দেশের বাইরেও সমাদৃত হচ্ছে?
উত্তর: রিক্সা শিল্প।

প্রশ্ন-২. আমাদের দেশের রিক্সাগুলোর গায়ে কী আঁকা থাকে?
উত্তর: রঙ-বেরঙের চিত্রকর্ম।

প্রশ্ন-৩. রিক্সা শিল্পে কোন ধরনের রঙের ব্যবহার বেশি লক্ষ করা যায়?
উত্তর: উজ্জ্বল রঙ।

শিল্পাচার্য জয়নুল আবেদিন

শিল্পাচার্য জয়নুল আবেদিন বাংলাদেশের আধুনিক শিল্প আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি ইনস্টিটিউট অব আর্টস অ্যান্ড ক্রাফটস (বর্তমানে চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়) প্রতিষ্ঠা করেছেন। তিনি ছিলেন এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। তাঁর শৈল্পিক দূরদর্শিতা এবং বাংলাদেশে প্রাতিষ্ঠানিক শিল্পচর্চায় অসামান্য ভূমিকার কারণে তাঁকে ‘শিল্পাচার্য’ উপাধি দেয়া হয়।

জয়নুল আবেদিন ও তাঁর কিছু সহকর্মীর অক্লান্ত চেষ্টায় স্বাধীনতার পর মাত্র এক দশকের মধ্যেই বাংলাদেশে আধুনিক শিল্পকলা তার স্থান করে নেয়। বাংলাদেশের লোকশিল্পের প্রতি জয়নুল আবেদিনের ছিল গভীর অনুরাগ। লোকশিল্পের ধারাগুলোকে বাঁচিয়ে রাখতে ও সকলের কাছে পৌছে দিতে তিনি সোনারগাঁয়ে প্রতিষ্ঠা করেন ‘লোকশিল্প জাদুঘর’।

 

শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ২য় অধ্যায় সমাধান

পাঠ মূল্যায়ন

প্রশ্ন-১. গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ আর্টস অ্যান্ড ব্র্যাফটস-এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ কে?
উত্তর: শিল্পাচার্য জয়নুল আবেদিন।

প্রশ্ন-২. গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ আর্টস অ্যান্ড ক্লাস বর্তমানে কী নামে পরিচিত?
উত্তর; ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ।

প্রশ্ন-৩. কোন শিল্পের প্রতি শিল্পাচার্য জয়নুল আবেদিনের অসীম ভালোবাসা ছিল?
উত্তর: লোকশিল্পের প্রতি।

প্রশ্ন-৪. কে লোকশিল্পের ধারাগুলোকে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন?
উত্তর: শিল্পাচার্য জয়নুল আবেদিন।

প্রশ্ন-৫. কার প্রচেষ্টায় সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠিত হয়?
উত্তর: শিল্পাচার্য জয়নুল আবেদিনের প্রচেষ্টায়।


শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ২য় অধ্যায় এক কথায় উত্তর সমাধান

১. নকশি পিঠা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির একটি অংশ। নকশি পিঠাসহ অন্যান্য নকশা থেকে আমরা কী শিখতে পারি?
উত্তর: সুন্দরকে দেখার আর সেটা চর্চা করার।

২. বাংলাদেশের একটি চলমান শিল্প, যা জনপ্রিয় শিল্পধারা হিসেবে দেশের বাইরেও সমাদৃত। শিল্পটির নাম কী?
উত্তর: রিক্সা শিল্প।

৩. জয়নুল আবেদিন বাংলাদেশের আধুনিক শিল্প আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। এই যাত্রায় তাঁর সঙ্গী ছিলেন এমন একজন শিল্পীর নাম লেখো।
উত্তর: শিল্পী কামরুল হাসান।

৪. মিম একটি নকশার প্যাটার্ন তৈরি করতে চায়। প্যাটার্ন তৈরি করতে তাকে কী করতে হবে?
উত্তর: নানা রকমের রেখা ও আকার আকৃতিকে একই রকম করে পুনরাবৃত্তিকভাবে সাজাতে হবে।

৫. বারো মাসে তেরো পার্বণের, দেশ আমাদের বাংলাদেশ। এই সব পার্বণ আমাদের জাতির জন্য কী?
উত্তর: ঐতিহ্য ও সংস্কৃতির শেকড়।


শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ২য় অধ্যায় সত্য মিথ্যা যাচাই

১. অমৃতের স্বাদ যেন লড়িয়াছে শহরের দুলালি মেয়ে। উত্তর: মিথ্যা।
২. পিঠা দেখতে গিয়ে যদি খাওয়ার কথা মুহূর্তের জন্য কেউ ভুলে যায়, তবে সেটা নিশ্চিত একটা দারুণ বিষয়। উত্তর: সত্য।

৩. আমাদের দেশে নৌকার গায়ে পেইন্টিং, হুডে নকশা সব মিলিয়ে প্রতিটি নৌকা যেন এক একটা চলমান শিল্প। উত্তর: মিথ্যা।
৪. শিল্পী কামরুল ইসলাম ছিলেন গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ আর্টস অ্যান্ড ক্রাফটস-এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। উত্তর: মিথ্যা।
৫. আমাদের লোকশিল্পের প্রতি শিল্পাচার্য জয়নুল আবেদিনের ছিলো অসীম ভালোবাসা। উত্তর: সত্য।


আরও দেখুন: বিশ্বজোড়া পাঠশালা – শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ১ম অধ্যায় সমাধান

আরও দেখুন: বিশ্বজোড়া পাঠশালা – শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ১ম অধ্যায় সমাধান
আরও দেখুন: নকশা খুঁজি নকশা বুঝি – শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ২য় অধ্যায় সমাধান
আরও দেখুন: মায়ের মুখের মধুর ভাষা – শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ৩য় অধ্যায় সমাধান
আরও দেখুন: স্বাধীনতা আমার – শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ৪র্থ অধ্যায় সমাধান
আরও দেখুন: বৈচিত্র্যে ভরা বৈশাখ – শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ৫ম অধ্যায় সমাধান

আরও দেখুন: কাজের মাঝে শিল্প খুঁজি – শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ৬ষ্ঠ অধ্যায় সমাধান
আরও দেখুন: প্রাণ প্রকৃতি – শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ৭ম অধ্যায় সমাধান
আরও দেখুন: প্রাণের গান – শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ৮ম অধ্যায় সমাধান
আরও দেখুন: চিত্রলেখা – শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ৯ম অধ্যায় সমাধান
আরও দেখুন: শরৎ উৎসব – শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ১০ম অধ্যায় সমাধান
আরও দেখুন: সোনা রোদের হাসি – শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ১১ অধ্যায় সমাধান

আরও দেখুন: আনন্দধারা প্রশ্নোত্তর – ৬ষ্ঠ শ্রেণির শিল্প ও সংস্কৃতি ১ম অধ্যায়
আরও দেখুন: শীত-প্রকৃতির রূপ সমাধান – ৬ষ্ঠ শ্রেণির শিল্প ও সংস্কৃতি ২য় অধ্যায়
আরও দেখুন: পলাশের রঙে রঙিন ভাষা সমাধান – ৬ষ্ঠ শ্রেণির শিল্প ও সংস্কৃতি ৩য় অধ্যায়
আরও দেখুন: স্বাধীনতা তুমি সমাধান – ৬ষ্ঠ শ্রেণির শিল্প ও সংস্কৃতি ৪র্থ অধ্যায়
আরও দেখুন: নব আনন্দে জাগো সমাধান – ৬ষ্ঠ শ্রেণির শিল্প ও সংস্কৃতি ৫ম অধ্যায়

আরও দেখুন: আত্মার আত্মীয় সমাধান – ৬ষ্ঠ শ্রেণির শিল্প ও সংস্কৃতি ৬ষ্ঠ অধ্যায়
আরও দেখুন: বৃষ্টি ধারায় বর্ষা আসে সমাধান – ৬ষ্ঠ শ্রেণির শিল্প ও সংস্কৃতি ৭ম অধ্যায়
আরও দেখুন: টুঙ্গিপাড়ার সেই ছেলেটি সমাধান – ৬ষ্ঠ শ্রেণির শিল্প ও সংস্কৃতি ৮ম অধ্যায়
আরও দেখুন: শরৎ আসে মেঘের ভেলায় সমাধান – ৬ষ্ঠ শ্রেণির শিল্প ও সংস্কৃতি ৯ম অধ্যায়
আরও দেখুন: হেমন্ত রাঙা সোনা রঙে সমাধান – ৬ষ্ঠ শ্রেণির শিল্প ও সংস্কৃতি ১০ম অধ্যায়


আশাকরি “শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ২য় অধ্যায় সমাধান” আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। ফেসবুক ও ইউটিউবে আমরা লাইভ ক্লাস ও নান সাজেশন শেয়ার করি। আমাদের কোন আপডেট মিস না করতে ফলো করতে পারেন আমাদের ফেসবুকপেইজলিংকডিন এবং সাবক্রাইব করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top