শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ৭ম অধ্যায় সমাধান: যে সব জিনিস সাধারণত কোনো কাজে লাগে না, ফেলে দেওয়া হয়, চেষ্টা করলে তা দিয়েও সুন্দর সুন্দর শিল্পকর্ম তৈরি করা যায়। যেমন- ডিমের খোসা, ছোট-বড় নুড়ি, পাথর, ছেঁড়া বোর্ড ইত্যাদি। তাছাড়া নারিকেল পাতা, খেজুর পাতা ইত্যাদি দিয়েও নানা রকম শিল্পকর্ম তৈরি করা যায়। পুরোনো ফেলে দেওয়া জিনিস কাজে লাগিয়ে নতুন কিছু তৈরির নাম ‘রিসাইকেল’। আমরা যতো বেশি পুরোনো বা ব্যবহৃত জিনিস পুনরায় কাজে লাগে অভ্যস্ত হবো ততো আমাদের প্রাণ-প্রকৃতি অক্ষুণ্ণ থাকবে।
শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ৭ম অধ্যায় সমাধান
প্রাণ প্রকৃতি
আমরা যষ্ঠ শ্রেণিতে “শরৎ আসে মেঘের ভেলায়’ অধ্যায়ে রাফির সাথে পরিচিত হয়েছি। সেখানে রাফি স্কুলে একা একা যাওয়ার পথে শরতের প্রকৃতিকে উপভোগ করছিল এবং মাঝি, বক, কাশবন, সাদা মেঘের সাথে কথা বলছিল। আর ‘প্রাণ প্রকৃতি’ অধ্যায়ে রাফি স্কুল থেকে ফিরছে এবং ফেরার পথে কাঠবিড়ালি, পাখি, প্রজাপতি, নদীর সাথে বলছিল।
রাফি কাঠবিড়ালি, নদী, পাখি, প্রজাপতিকে কাছে ডাকছিল কিন্তু মানুষ কর্তৃক বৃক্ষনিধন, নদী দূষণের ফলে তারা অজানা পথের দিকে চলে যাচ্ছে। রাফি তাদেরকে থেকে যেতে বললে তারা বলে, পৃথিবী যখন আবার সবুজ হবে, গাছগাছালিতে ভরে উঠবে তখনই তারা ফিরবে আপন ঘরে।
প্রাণ প্রকৃতি
পাঠ মূল্যায়ন
প্রশ্ন-১, স্কুল থেকে ফেরার পথে রাফির সাথে কাদের দেখা ও কথা হয়?
উত্তর: কাঠবিড়ালি, পাখি, নদী ও প্রজাপতির।
প্রশ্ন -২. বৃক্ষনিধন, নদী দূষণের ফলে কাঠবিড়ালি, পাখি, প্রজাপতি কোথায় চলে যাচ্ছে?
উত্তর: অজানার দিকে।
প্রশ্ন-৩. বন-বাদাড় সব উজাড় করে আমরা কার থাকার আয়গা কেড়ে নিয়েছি?
উত্তর: কাঠবিড়ালি, পাখি ও প্রজাপতির।
এস এম সুলতান
বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান (শেখ মুহাম্মাদ সুলতান) ১৯২৩ সালের ১০ই আগস্ট নড়াইল জেলার মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কেবল দেশে নয় সারা বিশ্বে পরিচিত ছিলেন তাঁর চিত্রকর্মের জন্য। তাঁর আঁকা ছবির মূল বিষয় ছিল বাংলার মাটি আর জনমানুষ।
প্রকৃতি ও মানুষের প্রতি ছিল তাঁর অসীম ভালোবাসা। তিনি বিশ্বাস করতেন কৃষকরাই বাংলার মূল প্রাণশক্তি। তাই শিল্পী এস এম সুলতানের ছবিতে মূল উপজীব্য ছিল কৃষক, কৃষকের অদম্য বীরত্বে বেঁচে থাকার শক্তি ও ভূমির প্রতি অবিরাম প্রতিশ্রুতি। মননশীল এই শিল্পী নড়াইলে প্রতিষ্ঠা করেন ‘শিশুস্বর্গ’। সেখানে তিনি একটি বড় নৌকা তৈরি করেছিলেন, যাতে ছোটো ছেলেমেয়েরা নৌকা ভ্রমণ করতে করতে ছবি আঁকার মজার অভিজ্ঞতা লাভ করে।
শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ৭ম অধ্যায় সমাধান
পাঠ মূল্যায়ন
প্রশ্ন-১. এস এম সুলতান কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৯২৩ সালে।
প্রশ্ন-২. এস এম সুলতান কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: নড়াইল জেলার মাহিমদিয়া গ্রামে।
প্রশ্ন-৩. এস এম সুলতানের ছবির মূল বিষয় কী ছিল?
উত্তর: বাংলার মাটি আর জনমানুষ।
প্রশ্ন-৪. কার আঁকা ছবিতে কৃষকদের মুখ্য ভূমিকায় দেখা যায়?
উত্তর: এস এম সুলতানের আঁকা ছবিতে।
প্রশ্ন-৫. এস এম সুলতান তাঁর ছবির মধ্য দিয়ে কাদের বীরত্বগাঁথাকে প্রাণ করতে চেয়েছে?
উত্তর: কৃষকদের বীরত্বগাথাকে।
শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ৭ম অধ্যায় সমাধান
শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ৭ম অধ্যায় সমাধান
শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ৭ম অধ্যায় সমাধান কাজ-১: রিসাইকেল করা নতুন কাগজে বীজ সংযুক্ত করে সে কাগজ দিয়ে কার্ড বানিয়ে বন্ধুকে উপহার দেওয়া।
কাজের উদ্দেশ্য: সম্পদের পুনর্ব্যবহার করে পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ করতে শেখা।
কাজের ধরন: একক
কাজের নির্দেশনা:
ধাপ-১. পুরোনো কিছু কাগজ নিয়ে তা ছিড়ে পানিতে ভিজিয়ে মণ্ড তৈরি করব।
ধাপ-২. সেই মণ্ডটি পাতলা সুতি কাপড়ে বা চালনি অথবা নেটে ঢেলে ছড়িয়ে দিয়ে হেঁকে নিব।
ধাপ-৩. ছেঁকে নেওয়া কাগজে বীজ সংযুক্ত করব। এরপর সেই কাগজটি শুকাতে দিব।
ধাপ-৪. কাগজটি বিভিন্ন রং করে তা দিয়ে কার্ড তৈরি করব।
ধাপ-৫. বানানো নতুন কার্ডগুলোকে বন্ধুদের উপহার দিব।
ধাপ-৬. বন্ধুদের কাছ থেকে প্রাপ্ত বীজযুক্ত কার্ডগুলোর বীজ সংযুক্ত অংশটি মাটিতে লাগিয়ে দিব এবং পরিচর্যা করব। বীজ থেকে গাছ হওয়ার প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করব এবং গাছটির বেড়ে ওঠার গল্প বন্ধুখাতায় এঁকে বা লিখে রাখব।
শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ৭ম অধ্যায় সমাধান কাজ-২: অপচয় রোধ এবং পরিবেশ রক্ষার জন্য নিজ উদ্যোগে যা যা কিছু পুনর্ব্যবহার বা Recycle করা যায় তার তালিকা করা এবং পরিবারে তা ব্যবহার করা।
কাজের উদ্দেশ্য: রিসাইকেল সম্পর্কে ধারণা লাভ ও বাস্তব জীবনে তা প্রয়োগ।
কাজের ধরন: একক।
নমুনা সমাধান:
ক. অপচয় রোধ এবং পরিবেশ রক্ষার জন্য নিজ উদ্যোগে যা যা কিছু পুনর্ব্যবহার বা Recycle করা যায় তার তালিকা:
১. প্লাস্টিক;
২. কাপড়;
৩. কাগজ;
৪. কাঁচ বা গ্লাস ইত্যাদি।
খ. উল্লিখিত জিনিসগুলো নিজের পরিবারে ব্যবহারে উপযোগী করে তুলতে পারি। যেমন—
১. পুরোনো প্লাস্টিকের বোতল দিয়ে ফুলদানি, গাছের টব, ঘর সাজানোর জিনিস তৈরি করতে পারি।
২. পুরোনো কাপড় ব্যবহার করে নতুন কিছু তৈরি করতে পারি।
৩. পুরোনো কাগজ রিসাইকেল করে নতুন কাগজ এবং খবরের কাগজ ব্যবহার করে শিল্পকর্ম তৈরি করতে পারি। যেমন: ফুলদানি, ঘর সাজানোর সামগ্রী ইত্যাদি।
৪. ব্যবহার করা কাঁচের বোতলে গাছ লাগাতে পারি।
শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ৭ম অধ্যায় সমাধান কাজ-৩: শিল্পী এস এম সুলতানের শিল্পজগৎ সম্পর্কে বিভিন্ন উৎস থেকে আরও জানার চেষ্টা করা।
কাজের উদ্দেশ্য: এস এম সুলতানের শিল্প সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করা।
কাজের ধরন: একক।
নমুনা সমাধান: প্রখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতানের কাজের মূল উপজীব্য বিষয় ছিল বাংলাদেশের গ্রামীণ জীবন ও কৃষক। তাঁর উল্লেখযোগ্য চিত্রকর্ম হলো— জমি কর্ষণ, হত্যাযজ্ঞ, যাত্রা, চর দখল, ধান মাড়াই, গ্রাম্য কাইজা (ঝগড়া) ইত্যাদি। তাঁর মননশীলতায় স্থান পেয়েছিল খেটে খাওয়া, পেশিবহুল নারী-পুরুষের প্রতিচ্ছবি।
তাঁর ছবিতে গ্রামীণ জীবনের পরিপূর্ণতা, প্রাণ প্রাচুর্যের পাশাপাশি শ্রেণির দ্বন্দ্ব এবং গ্রামীণ অর্থনীতির হালও অনেকটা ফুটে উঠেছে। সুলতান কৃষকদের শক্তির প্রতীক হিসেবে কল্পনা করেছিলেন। তিনি তাদের জন্য একটি সমৃদ্ধ জীবন কামনা করতেন। সুলতান তাঁর ছবির মধ্য দিয়েই কৃষকদের বীরত্বগাঁথাকে প্রকাশ করেছিলেন।
আরও দেখুন: বিশ্বজোড়া পাঠশালা – শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ১ম অধ্যায় সমাধান
আরও দেখুন: নকশা খুঁজি নকশা বুঝি – শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ২য় অধ্যায় সমাধান
আরও দেখুন: মায়ের মুখের মধুর ভাষা – শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ৩য় অধ্যায় সমাধান
আরও দেখুন: স্বাধীনতা আমার – শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ৪র্থ অধ্যায় সমাধান
আরও দেখুন: বৈচিত্র্যে ভরা বৈশাখ – শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ৫ম অধ্যায় সমাধান
আরও দেখুন: কাজের মাঝে শিল্প খুঁজি – শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ৬ষ্ঠ অধ্যায় সমাধান
আশাকরি “শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি ৭ম অধ্যায় সমাধান” আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। ফেসবুক ও ইউটিউবে আমরা লাইভ ক্লাস ও নান সাজেশন শেয়ার করি। আমাদের কোন আপডেট মিস না করতে ফলো করতে পারেন আমাদের ফেসবুক–পেইজ–লিংকডিন এবং সাবক্রাইব করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল।